Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নবাবগঞ্জ দিঘিপাড়ায় কয়লাক্ষেত্রে চলছে চূড়ান্ত জরিপ
বিস্তারিত

রকল্প পরিচালক জাফর সাদিক জানান, এখানে কি আছে কি নেই, থাকলে কি পরিমান আছে, সেটাকে কিভাবে উত্তোলন করা হবে এসব বিষয় নিয়েই কাজ চলছে। জরিপে কয়লা ক্ষেত্রের মুল পয়েন্টের চতুর্দিকে ৫০/৬০টি স্থানে বোরিং এর কাজ চলছে। বর্তমানে মুল পয়েন্টের ৩ কিঃমিঃ পুর্ব-উত্তর দিকে মতিহারা গ্রামের পুর্বাংশে ১টি বরিং চলছে। সবকিছুর সম্ভাবতা জরিপের অংশ হিসেবে এ বরিং করা হচ্ছে।

 

জরিপ শুরু করায় এলাকার মানুষের মাঝে কয়লা উত্তোলনের বিষয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ বলছে এলাকায় স্থায়ীভাবে বসবাস ঝুঁকিপূর্ণ। কেউ বলছে জমির ন্যায্যমূল্য দেবে কিনা।

উল্লেখ্য,উক্ত কয়লাক্ষেত্র থেকে কয়লার অনুসন্ধান ও কয়লা উত্তোলনের ব্যাপারে ২০১৫ সালের ২১ অক্টোবর বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) ও
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা যায়, দেশের অব্যাহত জ্বালানী চাহিদা মেটাতে বড় পুকুরিয়া কয়লা খনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দীঘিপাড়া কয়লা ক্ষেত্র উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। এই কয়লা ক্ষেত্রের উন্নয়ন করা হলে এ থেকে বছরে ৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন সম্ভব। যা দিয়ে ৪ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপন করা যাবে।

সব বিবেচনায় নিয়ে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের জ্বালানি বিভাগ দিঘীপাড়া কোল বেসিনের ২৪ বর্গ কি.মি এলাকার মোট কয়লার পরিমান নির্ণয়সহ বেসিনের কেন্দ্রীয় অংশে (১০-১১ বর্গ কি:মি:) ভূগর্ভস্থ পদ্ধতি ব্যবহার করে বছরে ৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন ক্ষমতা সম্পন্ন খনি উন্নয়নের জন্য বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষকে অনুসন্ধান ও সম্ভাবতা যাচাইয়ের অনুমোদন দেয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/04/2018
আর্কাইভ তারিখ
24/10/2018